চট্টগ্রামের ব্যবসায়ী ও শিল্পপতি এবং সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান ও পরিচালক আবু তাহের চৌধুরী আর নেই। সোমবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার প্রথম নামাজে জানাজা আজ বাদ এশা গুলশান সোসাইটি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সোনাপুর চৌধুরী বাড়ির সামনে অনুষ্ঠিত হবে। পরে তাকে সেখানকার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
তিনি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহানারা আরজুর বাবা ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরীর শ্বশুর।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ