বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় ৮২ দশমিক ৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। এ তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার দুই ধাপ উন্নতি হয়েছে। ঢাকার অবস্থান ৫৪তম। ২০১৯ সালের তালিকায় ৫৬তম অবস্থানে ছিল ঢাকা।
প্রখ্যাত ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট চলতি বছরের বিশ্বের নিরাপদ শহরের সূচক প্রকাশ করে। ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্যসুরক্ষা, অবকাঠামো, ব্যক্তিগত সুরক্ষার পশাপাশি পরিবেশগত সুরক্ষার ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়েছে।
বিশ্বের মোট ৬০টি শহর নিয়ে করা হয়েছে নিরাপদ শহরের এ তালিকা। এতে গড়ে ৪৮ দশমিক ৯ পয়েন্ট পেয়েছে ঢাকা। এর মধ্যে অবকাঠামোতে ৪৯ দশমিক ৬, ডিজিটাল নিরাপত্তায় ৩৯, ব্যক্তিগত সুরক্ষায় ৪৬ দশমিক ৬, স্বাস্থ্য সুরক্ষায় ৫০ দশমিক ৯ এবং পরিবেশগত সুরক্ষায় ৫৮ দশমিক ২ পয়েন্ট পেয়েছে শহরটি।
এদিকে, পাঁচটি সূচকের মধ্যে অবকাঠামোতে ৮৯, ডিজিটাল নিরাপত্তায় ৮২ দশমিক ২, ব্যক্তিগত সুরক্ষায় ৮৬ দশমিক ৪, স্বাস্থ্য সুরক্ষায় ৭০ এবং পরিবেশগত সুরক্ষায় ৮৪ দশমিক ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে কোপেনহেগেন।
সিঙ্গাপুর ৮০ দশমিক ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এ ছাড়া সিডনি চতুর্থ স্থানে; টোকিও পঞ্চম। ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে নেদারল্যান্ডসের আমস্টারডাম ও নিউজিল্যান্ডের ওয়েলিংটন। হংকং আছে অষ্টম স্থানে। নবম হয়েছে মেলবোর্ন। আর দশম সুইডেনের স্টকহোম।
ইকোনমিস্ট দুই বছর পর পর নিরাপদ শহরের তালিকা প্রকাশ করে থাকে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন