‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান আইনজীবী’ সংগঠনের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার জামুকা নিবন্ধিত এ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে একযোগে এ অভিযান শুরু হয়। বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল ঢাকা আইনজীবী সমিতিতে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবদুর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল বাহার মজুমদারসহ অন্যান্যদের উপস্থিতিতে সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। এতে
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সুপ্রিম কোর্ট শাখা সভাপতি ব্যারিস্টার খুররম শাহ মুরাদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম পারভেজ রানা, ঢাকা বার শাখা সভাপতি অ্যাডভোকেট আশরাফুল আলম বাবু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন লিংকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কিবরিয়া ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়াকিলুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ