আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ‘বিএনপি কাদের দল? বিএনপির জন্ম হয়েছে কীভাবে? এই বিএনপির জন্ম হয়েছে স্বঘোষিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। যে জিয়া রাতের অন্ধকারে পিস্তল ঠেকিয়ে রাষ্ট্রপতি হয়েছিল। রাত ১০ থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে।’
সোমবার রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজ মাঠে মহানগর দক্ষিণের আওতাধীন ৩৯ নং ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এস এম কামাল হোসেন বলেন, ‘জিয়াউর রহমান কাদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিল, যারা ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছে, বাংলাদেশে লুটপাট করেছে, রেললাইন উপড়ে ফেলেছে, পাটের গুদামে আগুন দিয়েছে ও আওয়ামী লীগের এমপিকে গুলি করে হত্যা করেছে। জিয়াউর রহমান তাদের নিয়ে বিএনপি গঠন করেছিল। তাই ষড়যন্ত্র ছাড়া বিএনপির বিকল্প পথ নেই।’
বিএনপির উদ্দেশ্যই ষড়যন্ত্র করা দাবি করে তিনি বলেন, ‘বিএনপি এদেশের অসহায় কৃষককে গুলি করে হত্যা করেছে, সার লুটপাট করেছে, জঙ্গিবাদের উত্থান করেছে, ঢাকাকে খুনের নগরীতে পরিণত করেছে, বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, বঙ্গবন্ধুকন্যাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করেছে।’
৩৯ নং ওয়ার্ড ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রোকন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবির, সহ-সভাপতি সাজেদা বেগম, দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাবলু প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ