জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক এবং অন-ক্যাম্পাস এমএএস/অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদনের সময়সীমা আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য জানান।
কর্তৃপক্ষ জানায়, ভর্তিচ্ছুদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের প্রাথমিক আবেদন ফরম পূরণ করে বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ ১০০০/- (এক হাজার) টাকা জমা দিয়ে আবেদনের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহ করতে হবে।
বিডি-প্রতিদিন/শফিক