প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় সংসদের উপনেতা, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।
তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গ, সহকর্মী, স্বজন, শুভানুধ্যায়ী, নেতাকর্মী ও অনুরাগীদের প্রতি গভীর সহানুভুতি ও সমবেদনা জানান।
সোমবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর নামাজে জানাজায় অংশ নেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গতকাল রবিবার দিবাগত রাতে সৈয়দা সাজেদা চৌধুরী রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন