বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের উপর বিশ্বাস করে না। বিদেশি শক্তির উপর ভর করে আবারও তারা ক্ষমতায় আসতে চায়। কিন্তু সে আশা এবার তাদের পূর্ণ হবে না। জনগণ প্রতিহত করবে।
মঙ্গলবার বিকেলে রাজধানী উত্তরা কামারপাড়া বাসস্ট্যান্ডে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরা পশ্চিম-তুরাগ-বিমানবন্দর-খিলক্ষেত এই চারটি থানা নিয়ে গঠিত উত্তরা পশ্চিম জোনের এ প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মেগা প্রজেক্টের মাধ্যমে আওয়ামী সরকার দেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে।
এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু নির্বাচন কমিশন পুনঃগঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আহ্বান জানান।
সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. জয়নাল আবেদীন ফারুক, কেন্দীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিম উদ্দীন আলম, কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান সেগুন, চেয়ারম্যান আতাউর রহমান, মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মতি, মোস্তফা জামান, আফাজ উদ্দিন, বিএনপির নেতা দেলোয়ার হোসেন দিলু, মো. আব্দুস ছালাম, মো. দেলোয়ার হোসেন দুলু, আমান উল্লাহ ভূঁইয়া, হাজী জহিরুল ইসলাম, মো. চান মিয়া, হাজী আনোয়ার ঢালীসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ড থেকে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে শোডাউন করে সমাবেশে যোগ দেন। অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ ও ছিল চোখে পড়ার মতো।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন