রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও গতকাল রাত থেকেই সমাবেশস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠে দলের নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে।
আজ সকাল থেকেই রংপুর শহরের পায়রা চত্বর দিয়ে জাহাজ কম্পানির মোড় হয়ে সমাবেশস্থলে মিছিল ঢুকছে। প্রতি মিনিটে মিনিটে মিছিল ঢুকছে সমাবেশস্থলে। বাস-পরিবহন বন্ধ থাকলেও নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে জড়ো হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিলের নগরীতে পরিণত হয়েছে রংপুর।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন। এরই মধ্যে রংপুরে বিভিন্ন হোটেলসহ বিভিন্ন এলাকায় উপস্থিত হয়েছেন তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন