ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বেনজির আহমেদ এমপি। সাধারণ সম্পাদক পদে আসলো নতুন মুখ। তিনি ছাত্রলীগের সাবেক নেতা পনিরুজ্জামান তরুণ।
শনিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরনো মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই নাম ঘোষণা করেন।
নতুন কমিটির সভাপতি বেনজির আহমদ আগের কমিটিতেও সভাপতি ছিলেন।
২০০৪ সালে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্বে ছিলেন তিনি। বেনজির আহমদ ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য।
এর আগে পনিরুজ্জামান তরুণ ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পদে ছিলেন।
উল্লেখ্য, প্রায় আট বছর পর আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরনো মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকা জেলার পাঁচটি উপজেলার ও সাতটি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এ সম্মেলনে।