৬ মার্চ, ২০২৩ ২১:১৭

পল্লবীতে ফায়ার স্টেশন উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

অনলাইন ডেস্ক

পল্লবীতে ফায়ার স্টেশন উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

রাজধানী মিরপুরের পল্লবীতে নবনির্মিত ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিরপুর ডিওএইচএস-এ নবনির্মিত এই ফায়ার স্টেশনটির উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান। এ সময় তিনি ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এর আগে সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন তাকে অভ্যর্থনা জানান। এ সময় একদল চৌকস অগ্নিসেনা সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে। 

সেনাবাহিনী প্রধান ফায়ার স্টেশনের উদ্বোধন শেষে স্টেশন আঙ্গিনায় একটি গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, গণমাধ্যম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর