২৩ মার্চ, ২০২৩ ২২:০৭

আলোচনার আমন্ত্রণ জানিয়ে বিএনপিকে ইসির চিঠি

অনলাইন ডেস্ক

আলোচনার আমন্ত্রণ জানিয়ে বিএনপিকে ইসির চিঠি

আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা ও মতবিনিময়ের জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

অবশ্য এ চিঠিতে আলোচনার জন্য কোনো দিনক্ষণ নির্ধারণ করে দেওয়া হয়নি। ইসির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি সম্মত হলে তাদের সঙ্গে আলোচনা করে একটি দিন নির্ধারণ করা হবে। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ওই দিনই দলটির সঙ্গে মতবিনিময় করা যাবে।

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান সংবাদমাধ্যমকে বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আলোচনা ও মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে মির্জা ফখরুল চাইলে বিএনপির নেতা ও সমমনা দলগুলোর নেতাদের নিয়ে আসতে পারেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র জানায়, চিঠিতে বলা হয়েছে ‘বিএনপি বর্তমান কমিশনের প্রতি অনাস্থা জানালেও অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ইসির সঙ্গে আনুষ্ঠানিক না হোক, অনানুষ্ঠানিকভাবে আলোচনা বা মতবিনিময় হতে পারে। বিএনপি এতে সম্মত হলে আলোচনা করে দিনক্ষণ নির্ধারণ করা যেতে পারে।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর