শিরোনাম
২৪ সেপ্টেম্বর, ২০২৩ ২১:১৮

গণ অধিকার পরিষদ নুরুল-রাশেদ অংশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক

গণ অধিকার পরিষদ নুরুল-রাশেদ অংশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের দ্বন্দ্বের মধ্যেই গণ অধিকার পরিষদের (নুরুল-রাশেদ) ১৬৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। 

আজ রবিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ১৭ সেপ্টেম্বর গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পাল্টাপাল্টি কমিটি দেয়। নুরুল-রাশেদ নেতৃত্বাধীন অংশ কমিটি ঘোষণার তিন দিন পর রেজা-ফারুক অংশ কমিটি গঠন করে। এ পাল্টাপাল্টি কমিটি ঘোষণার মধ্যে দিয়ে তাদের চলমান বিভক্তি আরও প্রকট হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ১০ জুলাই কাউন্সিলের মাধ্যমে দলের সভাপতি নির্বাচিত হন নুরুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ১৭ জনকে। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১৩ জনকে। সাংগঠনিক ১০ বিভাগে ১০ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বিভিন্ন সম্পাদক করা হয়েছে ৩৪ জনকে, ৬৮ জনকে সহসম্পাদক এবং ১৯ জনকে সদস্য করা হয়েছে। কমিটির সদস্যসংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

১০ জুলাইয়ের কাউন্সিলের মাধ্যমে দলের উচ্চতর পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন আবু হানিফ, শাকিল উজ্জামান, হানিফ খান, শহিদুল ইসলাম, ফাতেমা তাসনিম, আবদুজ জাহের, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, জসিম উদ্দিন।

নেতৃত্বের দ্বন্দ্বে গণ অধিকার পরিষদ দুই ভাগে বিভক্ত হয়েছে আগেই। শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হক নুরকে ঘিরে দলটিতে অস্থিরতা চলছিল। জুনে সেই অস্থিরতা প্রকট রূপ নেয়। নুরুল হকের সমর্থকেরা ১০ জুলাই দলের জাতীয় কাউন্সিল করেন। রেজা কিবরিয়ার পক্ষ এই কাউন্সিল মানেনি। তারা রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও ফারুক হাসানকে ভারপ্রাপ্ত সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর