রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

রানা প্লাজায় নিহতদের সন্তানের দায়িত্ব নেবে বিজিএমইএ

রানা প্লাজা ধসে যেসব শ্রমিক নিহত হয়েছে তাদের সন্তানদের দায়িত্ব বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) গ্রহণ করবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আতিকুল ইসলাম। তিনি আরও বলেন, এ সন্তানদের পড়ালেখার খরচ বহন করবে বিজিএমইএ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মধ্য থেকে যদি আরও কোনো শিশুর সহযোগিতা প্রয়োজন হয়, তবে বিজিএমইএ তারও দায়িত্ব নেবে বলে জানান তিনি। রানা প্লাজা ধসে নিহতদের কন্যাশিশুদের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলাম সাভারের পাথালিয়ায় প্রতিষ্ঠিত এতিমখানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি শামসুল হক চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক আবদুর রাজ্জাক প্রমুখ। আতিকুল ইসলাম বলেন, এতিম শিশুদের কাছে মা কিংবা বাবাকে আর ফিরিয়ে দিতে পারবে না কেউ। তবে সহানূভুতি জানিয়ে পাশে থাকবে সবাই। বিজিএমইএ তাদের পড়ালেখার খরচ বহন করতে পারলেও বাবা-মায়ের মতো আদর-যত্ন করতে পারবে না। সব সময় সংগঠনটি এই এতিম শিশুদের পাশে থাকবে বলে জানান তিনি। তিনি আরও জানান, রানা প্লাজা ধসের পর থেকে পোশাক খাতের উদ্যোক্তারা ভালো নেই।

 

সর্বশেষ খবর