মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

এসডিজি অর্জনে নারীর উন্নয়ন ঘটাতে হবে

স্পিকার

নিজস্ব প্রতিবেদক

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলেও নারীর সামগ্রিক উন্নয়ন ঘটাতে হবে। এ জন্য জেন্ডারসমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। ইউনিসেফ আয়োজিত গ্লোবাল জেন্ডার মিটিং শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ কর্মশালায় ইউনিসেফ প্রতিনিধি এডওয়ার্ড বেইগবেডার স্বাগত বক্তব্য দেন। ইউনিসেফের উপ-নির্বাহী পরিচালক গীতা রাও গুপ্তা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল উল্লেখ করে স্পিকার আরও বলেন, নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়াতে হবে। তাদের শিক্ষা, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ খবর