সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নেত্রকোনায় যুদ্ধাপরাধ মামলার আসামি এনায়েত উল্লা আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় যুদ্ধাপরাধ মামলার আসামি কুখ্যাত রাজাকার জামায়াত নেতা এনায়েত উল্লা মঞ্জুকে (৬৫) গতকাল রাতে আটক করেছে আটপাড়া থানা পুলিশ। আটপাড়া থানার ওসি ফারুক আহমেদ জানান, যুদ্ধাপরাধ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এনায়েত উল্লা মঞ্জু। তাকে সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হায়দার জাহান চৌধুরী জানান, নেত্রকোনা শহরের আলবদরের কমান্ডার ছিলেন এনায়েত উল্লা মঞ্জু। তিনি ’৭১-এর গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন। নারী নির্যাতনসহ সব অপকর্ম করেছেন এই কুখ্যাত রাজাকার। তখনকার সময়েই জামায়াত নেতা ছিলেন এনায়েত উল্লা। তার ভয়ে মুসলিম লীগের নারীরাও পালিয়ে থাকতেন। দেশ স্বাধীনের পর এনায়েত পালিয়ে যান। শহরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এ জামায়াত নেতা আলবদর কমান্ডার।

সর্বশেষ খবর