শিরোনাম
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাস্তায় এখন লাশের মিছিল

তাহজীব আলম সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

স্বতন্ত্র এমপি তাহজীব আলম সিদ্দিকী বলেন, সড়ক দুর্ঘটনায় একের পর এক তাজা প্রাণ ঝরে যাচ্ছে। রাস্তায় লাশের মিছিল। আমরা যারা রাজনীতি করি, জনগণের প্রতিনিধিত্ব করি, আমাদের অনুভূতি বোধ হয় ভোঁতা হয়ে গেছে। আগে একটি লাশ পড়লেই বিপ্লব হতো, আর এখন লাশের মিছিল রাস্তায় পড়ে থাকে, কারও কোনো দায়িত্ব নেই। সংসদের চতুর্দশ ও শীতকালীন অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত হতে রবিবার দিবাগত রাত পর্যন্ত ৪৮ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় ৪৯ জনের মৃত্যুতে তিনি ক্ষোভের সঙ্গে এসব কথা বলেন। তিনি বলেন, সড়ক-মহাসড়ক নিরাপদ রাখা যাদের দায়িত্ব সংশ্লিষ্ট সেই মন্ত্রী, আমলা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একেবারে নির্লিপ্ত, নিষ্পৃহ। এখন বিশেষ কোনো উপলক্ষের অজুহাত নেই। ঈদ নেই, পুজো নেই, এমনকি ঘন কুয়াশার অন্ধকারও কেটে গেছে। তারপরও একেবারে অতিরিক্তভাবে রক্তাক্ত হচ্ছে সড়ক-মহাসড়ক। কাকে দায়ী করব, আর কতবারই বা সংসদে এটি উপস্থাপন করব? বেপরোয়া চালকরা মনে হচ্ছে লাগামহীনভাবে চালানোর লাইসেন্স পেয়ে যাচ্ছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর