শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ডিজেল প্লান্টের উৎপাদিত পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত

সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্লান্টের (বিডিপি) উৎপাদিত পণ্যের প্রদর্শনী বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ডিজেল প্লান্টের ভাইস চেয়ারম্যান লে. জেনারেল আনোয়ার হোসেন এবং এমডি ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদসহ সামরিক- বেসামরিক কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদার এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। বাংলাদেশ ডিজেল প্লান্ট ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীনে ১৯৮০ সাল থেকে উৎপাদন কার্যক্রম শুরু করে। ক্রমাগত লোকসানের কারণে ২০০০ সালের ৩১ ডিসেম্বর প্রায় ৭৪ কোটি টাকা দেনাসহ প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ২০০৭ সালের ৩০ মে প্রতিষ্ঠানটিকে পূর্বের দেনাসহ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। লোকসানগ্রস্ত এই প্রতিষ্ঠানটিকে স্বল্পসংখ্যক সেনাবাহিনীর সদস্যদের নিরলস পরিশ্রমে বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আইএসপিআর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর