শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

যুব মহিলা লীগ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের দ্বিতীয় জাতীয় সম্মেলন আজ। রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টায় সম্মেলন শুরু হবে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন। ২০০২ সালে প্রতিষ্ঠিত সংগঠন যুব মহিলা লীগের প্রথম সম্মেলন হয় ২০০৪ সালের ৫ মার্চ। ওই সম্মেলনে নাজমা আক্তার সভাপতি এবং অপু উকিল সাধারণ সম্পাদক হন। প্রতিষ্ঠার পরে বিএনপি-জামায়াত জোট সরকার ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজপথে আন্দোলন-সংগ্রামে ব্যাপক ভূমিকা রাখে সংগঠনটি।

সম্মেলন উপলক্ষে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠনটি। সারা দেশের সব জেলায় সম্মেলনের পোস্টার, ব্যানার, ফেস্টুন পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্মেলনের প্রস্তুতি প্রসঙ্গে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল বলেন, প্রায় এক হাজার ৬০০ কাউন্সিলর সম্মেলনে যোগ দেবেন। আশা করছি, অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে পারব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর