বুধবার, ১৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

খনিজ সন্ধানে সাগরের ব্লক ১২ পেল দেইয়ু

নিজস্ব প্রতিবেদক

সাগরে খনিজ অনুসন্ধানে দক্ষিণ কোরিয়ার কোম্পানি পোসকো দেইয়ু করপোরেশনের সঙ্গে পিএসসি চুক্তি করেছে সরকার, যাকে ব্লু ইকোনমির ক্ষেত্রে ‘মাইলফলক’ বলছেন সংশ্লিষ্টরা। গতকাল ঢাকায় পেট্রোবাংলার প্রধান কার্যালয়ে গভীর সমুদ্রের ডিএস-১২ ব্লকে অনুসন্ধানের জন্য কোরীয় কোম্পানিটির সঙ্গে উৎপাদন-অংশীদারিত্ব চুক্তি (পিএসসি) সই হয়। অনুসন্ধানে খনিজ পাওয়া গেলে চুক্তি অনুযায়ী, উৎপাদিত গ্যাস বা কনডেনসেটের ক্ষেত্রে ব্যয় নির্বাহের পর পেট্রোবাংলা সর্বনিম্ন ৬৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৯০ শতাংশ পাবে। প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে ব্যয় নির্বাহের পর পেট্রোবাংলা সর্বনিম্ন ৬০ শতাংশ থেকে সর্বোচ্চ ৮৫ শতাংশ পাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর