বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা

অ্যাম্বুলেন্সে গাঁজা, আন্তঃনগর বাসে ইয়াবা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে অ্যাম্বুলেন্স থেকে ১১৫ কেজি গাঁজা এবং আন্তঃনগর বাস থেকে ২৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ দুটি অভিযান ছাড়াও পৃথক অভিযানে ৬৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মাদক আইনে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ডিএমপির গোয়েন্দা পশ্চিম বিভাগ সূত্র বলছে, সোমবার সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ১১৫ কেজি গাঁজাসহ রুবেল হোসেন ও কবির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে টয়োটা মাইক্রো অ্যাম্বুলেন্সটি। তারা অ্যাম্বুলেন্সে রোগী নেওয়ার বদলে মাদক নেওয়ার সময় গ্রেফতার হয়। সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ সূত্র বলছে, মঙ্গলবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী থেকে ২৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন ও নবীন হোসেনকে গ্রেফতার করা হয়। তারা ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চলাচলকারী এসি রয়েল পরিবহনের ড্রাইভার ও হেল্পার। ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগ সূত্র বলছে, মঙ্গলবার বিকালে কদমতলী থেকে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- ইসমাইল হোসেন, আলামিন হোসেন ওরফে অপু, জামাল হোসেন ও মঙ্গল মিয়া। ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিএমপি সূত্র বলছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬৭৯ গ্রাম ৯৮৬ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৫৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১০ লিটার দেশি মদ, ৫০ বোতল ফেনসিডিল ও ৩৯টি চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর