বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

কেরানীগঞ্জে বাবা-ছেলে খুনে ডাবল মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জে বাবা-ছেলে হত্যা মামলার পুনর্বিচারের পাঁচ আসামির ডাবল মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে আদালত। গতকাল ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. নজরুল ইসলাম নজু, মিস্টার ওরফে ছোট মিস্টার, শফিকুল ইসলাম, মো. আরিফ ও মো. মাসুদ। এর মধ্যে নজরুল, মিস্টার ও শফিক রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুজন পলাতক। পুনর্বিচারের রায়ে শাহজাহান নামে একজনকে আহত করার অভিযোগে সব আসামিকে আরও পাঁচ বছর করে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলাসূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের ১৩ জুলাই কেরানীগঞ্জে শরীফ হোসেন ও তার সাত বছরের ছেলে খোকনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়া শরীফের ১২ বছর বয়সী অন্য ছেলে শাহজাহানকে কুপিয়ে জখম করা হয়। এ অভিযোগে শরীফের ছেলে আবদুর রহিম কেরানীগঞ্জ থানায় মামলা করেন। ২০০৪ সালের ২১ জুলাই ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মামলাটির প্রথম রায় ঘোষণা করে। ওই রায়ে পাঁচ আসামির ডাবল মৃত্যুদণ্ডের আদেশ হয়। ওই রায় ঘোষণার সময় আসামি শফিকুল ইসলাম ছাড়া অন্য আসামিরা পলাতক ছিলেন। পরে মামলাটি হাই কোর্টে ডেথ রেফারেন্স শুনানির জন্য গেলে হাই কোর্ট নিম্ন আদালতে বিচারের সময় পলাতক থাকা চার আসামির জন্য একজন স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ করে মামলাটি পুনর্বিচারের জন্য নিম্ন আদালতে পাঠায়। ২০০৮ সালে মামলাটি হাই কোর্ট থেকে নিম্ন আদালতে আসার পর পলাতক চার আসামির পক্ষে আদালত স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ করে বিচার শুরু করে। পুনর্বিচারকালে আসামি নজরুল ও মিস্টার গ্রেফতার হন।

সর্বশেষ খবর