বুধবার, ২০ মার্চ, ২০১৯ ০০:০০ টা

শুদ্ধসুরে জাতীয় সংগীতে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও কলেজ প্রথম

নিজস্ব প্রতিবেদক

টানা দ্বিতীয়বারের মতো শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় প্রাথমিক স্তরে প্রথম হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। ৩ ফেব্রুয়ারি থানা পর্যায় থেকে শুরু হয়ে সোমবার জাতীয় পর্যায়ে এসে শেষ হয় এই প্রতিযোগিতা। স্কুলের সংগীত শিক্ষক তাসনিমা বেগম এলি জানান, গত বছর থেকে সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ওই বছর এই প্রতিষ্ঠান প্রথম হওয়ার পর ২৬ মার্চ প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করে। সংস্কৃতি মন্ত্রণালয় ফেব্রুয়ারির শুরুতে সারা দেশে এই প্রতিযোগিতার আয়োজন করে। থানা পর্যায়ে শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি। সেখান থেকে প্রথম হয়ে জেলা পর্যায়ে আসে এই প্রতিষ্ঠান। জেলা পর্যায়ে প্রতিযোগিতা হয় ১৩ ফেব্রুয়ারি।

সর্বশেষ খবর