রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা

ড্যাবের সাংগঠনিক ৬৫ জেলার নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৬৫ সাংগঠনিক জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে সংগঠনটির মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান সংগঠনের সদস্য সচিব ডা. মো. ওবায়দুল কবীর খান। তবে ড্যাবের সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সমর্থকরা এ কমিটি প্রত্যাখ্যান করে কার্যালয় থেকে বেরিয়ে আসেন। পরে তারা নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন। বিষয়টিকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাজহারুল ইসলাম দোলন বলেন, বিএনপি-আওয়ামী লীগের কমিটি হলে একটু উত্তেজনা থাকেই। তবে ড্যাবের কমিটিতে সব পক্ষকেই রাখা হয়েছে। যে কমিটি হয়েছে তা আশা করি, সবাই মেনে নেবেন।

ঘোষিত কমিটি হলো জামালপুর জেলার আহ্বায়ক আহমদ আলী আকন্দ, সদস্য সচিব মোহাম্মদ তরিকুল ইসলাম। শহীদ মনছুর আলী মেডিকেল কলেজে আহ্বায়ক মোহাইমিনুল ইসলাম, সদস্য সচিব সামনুর রহমান। বাংলাদেশ মেডিকেল কলেজে আহ্বায়ক ফয়সাল আহমেদ, সদস্য সচিব ইব্রাহিম রহমান রুমী। বক্ষব্যধি সভাপতি মাহমুদ মাহসুম আত্তার, সাধারণ সম্পাদক জিয়াউল করিম। আইসিবিডি এনআইসিডিও সভাপতি শহিদুল আলম, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে সভাপতি মঈনুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন রাশেদ। ঢাকা শিশু হাসপাতালে সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ কামাল। মৌলভীবাজারে আহ্বায়ক সুলতান আহম্মেদ, সদস্য সচিব আবদুল হাদি। ফেনী সভাপতি এস এম আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন (দুলাল)। এনআইও সভাপতি মিজানুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব উল কাদির। গাজীপুরে আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর পলান, সদস্য সচিব মোহাম্মদ খলিলুর রহমান। লক্ষ্মীপুরে আহ্বায়ক নাজমুল হক, সদস্য সচিব জয়নাল আবেদিন। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে আহ্বায়ক নীলু কুমার অচংগ্যা, সদস্য সচিব জীবক চাকমা। সিলেটে সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক শাকিলুর রহমান। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে সভাপতি শামীমুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী। উত্তরা আধুনিক মেডিকিল কলেজে সভাপতি রোকনুজ্জামান রুবেল, সাধারণ সম্পাদক মির এমডি হাসান। জয়পুরহাটে আহ্বায়ক কে এম সাইফুল ইসলাম, সদস্য সচিব খালেদা বিন শরীফ। পাবনায় আহ্বায়ক তাসলিমুল আরেফিন, সদস্য সচিব আহমেদ মোস্তফা নোমান। রাজশাহীতে আহ্বায়ক ওয়াসীম হোসেন, সদস্য সচিব মনোয়ার তারিক। হবিগঞ্জে আহ্বায়ক আহমাদুর রহমান আবদাল, সদস্য সচিব মাহমুদুল হাসান চৌধুরী। খুলনা মহানগরে আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব সওকত আলী লস্কর। খুলনা জেলা সভাপতি রফিকুল হক বাবলু, সাধারণ সম্পাদক শাহজাহান আলী। রংপুর জেলায় আহ্বায়ক খালেকুজ্জামান, সদস্য সচিব দেলওয়ার হোসেন সরকার। রংপুর মহানগর আহ্বায়ক নিখিলেন্দ্র সঙ্কার গুহ রায়, সদস্য সচিব শরিফুল ইসলাম। রংপুর মেডিকেল কলেজ সভাপতি মাহমুদুল হক সরকার, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ম ল। বরিশালে কবিরুজ্জামান আহ্বায়ক, সাধারণ সম্পাদক আবদুল মুনয়েম সদি। দিনাজপুরে আহ্বায়ক হাফিজুল ইসলাম, সদস্য সচিব জিয়াউল হক।

সর্বশেষ খবর