বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯ ০০:০০ টা

এটিএম কার্ড জালিয়াতির সেই বিদেশির জামিন

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া বিদেশি নাগরিক পিওতর সিজোফেন মুজারেক জামিন  পেয়েছেন। চলতি সপ্তাহে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত থেকে অন্তত দুটি মামলায় জামিনের খবর নিশ্চিত হওয়া গেছে। ঢাকার আদালত সূত্র বলছে, আসামি পিওতর সিজোফেনের পক্ষে আদালতে জামিননামাও জমা দেওয়া হয়েছে।

তবে কার্ড জালিয়াতি চক্রের অন্যতম আসামি পিওতর সিজোফেন মুজারেকের জামিন পাওয়ার খবরটি এখন পর্যন্ত জানেন না তদন্তকারী কর্মকর্তা। পিওতরের বিরুদ্ধে থাকা গুলশান থানার মামলাটি তদন্ত করছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের পরিদর্শক রফিকুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, আসামি পিওতর সিজোফেন জামিন পেয়েছেন কি না তা জানা নেই। ঢাকার আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান বলেন, পাসপোর্ট আইনের মামলায় বিদেশি নাগরিক পিওতর জামিন পেয়েছেন। পিওতরের জন্মস্থান ইউক্রেন। তবে তিনি জার্মানির নাগরিক। থমাস পিওতর নামে তার  পোল্যান্ডের পাসপোর্টও রয়েছে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় বেসরকারি ইস্টার্ন, সিটি ও ইউসিবিএল ব্যাংকের এটিএম বুথ থেকে অন্তত ২০ লাখ টাকা তুলে নেয় চক্রটি। এরপর ঘটনার শিকার গ্রাহকরা ছাড়াও সংশ্লিøষ্ট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক কর্তৃপক্ষের টনক নড়ে। এই সেক্টরের কড়া নিরাপত্তা সুরক্ষায় বাংলাদেশ ব্যাংকও দ্রুত এগিয়ে আসে। মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ খবর