বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
প্রাণনাশের হুমকির অভিযোগ

অ্যাসার্ট গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রাণনাশের হুমকির অভিযোগে অ্যাসার্ট গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত হাসান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, তার নামে দুটি মামলা ছিল। প্রাণনাশের হুমকির অভিযোগে করা মামলায় আদালতের পরোয়ানা ছিল। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে পাঠানো হয়। তবে চাঁদা দাবির অন্য মামলায় তিনি হাই কোর্ট থেকে আগাম জামিনে আছেন। এজাহারসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অ্যাসার্ট গ্রুপের একটি ভবন ভাড়া নিয়ে পিএইচপি গ্রুপ ইউনিভার্সিটি অব ইনফরমেশন, টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস) নামে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে আসছিল। ভবনটি ভাড়া নেওয়ার সময় তারা ১০ বছরের ভাড়া এককালীন পরিশোধ করেছিল। কিন্তু ভবনটির ভাড়া বাবদ আরও ৬০ কোটি টাকা পাওনা আছে বলে দাবি করে অ্যাসার্ট গ্রুপ। অ্যাসার্ট গ্রুপের পক্ষ থেকে ৬০ কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন শওকত।

সর্বশেষ খবর