বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

নির্বাচনে পলিথিন মোড়ানো পোস্টার প্রদর্শনে হাই কোর্টের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় ঢাকা সিটি নির্বাচনে প্রার্থীদের পলিথিন মোড়ানো পোস্টার প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে ল্যামিনেটিং পোস্টার উৎপাদন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সিটি করপোরেশন ও নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, যে ল্যামিনেটিং পোস্টারগুলো লাগানো হয়েছে নির্বাচনের পর তা যথাযথভাবে সরিয়ে নিতে বলা হয়েছে। গতকাল এ বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। আদালতে বিষয়টি নজরে আনেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। পরে আইনজীবী মনোজ কুমার ভৌমিক সাংবাদিকদের বলেন, সিটি নির্বাচনে বিভিন্ন প্রার্থী পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন দিয়ে মুড়িয়ে যত্রতত্র পোস্টার প্রদর্শন করছেন।

 বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি আদালতের নজরে আনলে আদালত ঢাকা সিটি নির্বাচনে নতুন করে পলিথিন দিয়ে ল্যামিনেটিং করে পোস্টার প্রদর্শনে নিষেধাজ্ঞা দেয়। একই সঙ্গে সারা দেশে পলিথিন দিয়ে মুড়িয়ে পোস্টার তৈরি, উৎপাদন ও প্রদর্শন বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। নির্বাচন কমিশন, কমিশন সচিব, স্থানীয় সচিব, দুই সিটি করপোরেশনসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর