শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আলাদা ভর্তি পরীক্ষা নেবে বুয়েট

নিজস্ব প্রতিবেদক

সমন্বিত ভর্তি পরীক্ষায় না গিয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান। গতকাল তিনি প্রতিবেদককে বলেন, আগের নিয়মেই শিক্ষার্থী ভর্তি করা হবে। একাডেমিক কাউন্সিলের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামসহ তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সবার সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বুয়েট এ পদ্ধতির পরীক্ষায় অংশ নেবে কি না তা নিয়ে সংশয় ছিল। সমন্বিত পরীক্ষায় বুয়েট অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানানোর ফলে ভর্তিচ্ছুদের আলাদাভাবে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে হবে।

সর্বশেষ খবর