শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

লাহোরে গুরুদোয়ারাকে মসজিদ করার চেষ্টার তীব্র প্রতিবাদ দিল্লির

প্রতিদিন ডেস্ক

লাহোর নগরীর নওলখা বাজারে অবস্থিত বিখ্যাত একটি গুরুদোয়ারাকে মসজিদে রূপান্তরের চেষ্টা করছে কিছু লোক। এই সংবাদ পেয়ে পাকিস্তানের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।

দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘শহীদী আস্থান’ নামের ওই গুরুদোয়ারা একটি ঐতিহাসিক জায়গায় গড়ে উঠেছে, যেখানে ১৭৪৫ খ্রিস্টাব্দে ভাই ভারু সিং গুরুতর জখম হয়েছিলেন। যারা ওখানে মসজিদ বানাতে চায় তারা বলছে, ওখানে এক সময় ‘মসজিদ শহীদগজ’ নামে একটি মসজিদ ছিল। গুরুদোয়ারার জায়গায় মসজিদ বানানোর প্রতিবাদ জানিয়ে দিল্লির পাকিস্তান হাইকমিশনে দেওয়া চিঠিতে অবিলম্বে প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়ার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। শ্রীবাস্তব বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা বিধান এবং তাদের ধর্মচর্চা অধিকার ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ খবর