মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সিসাবারে আড়াই কোটি টাকা ভ্যাট ফাঁকি, মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের সিসাবার ‘দি মিরাজ’ ৯ কোটি ৩৩ লাখ টাকার বিক্রয় তথ্য গোপন করে ২ কোটি ৫৪ লাখ টাকা ভ্যাট ফাঁকি দেওয়ায় গতকাল মামলা করেছে ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সংস্থাটি জানিয়েছে, দি মিরাজ রেস্টুরেন্ট কাম সিসাবারের বিরুদ্ধে অনুসন্ধান শেষে এ মামলা হয়েছে। গতকাল ঢাকা উত্তর কমিশনারেটের অধীন নিবন্ধিত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা দায়েরের তথ্য দিয়ে ভ্যাট গোয়েন্দা বলেছে, ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১২ নভেম্বর গুলশানের ৩ নম্বর সড়কের বাড়ি নম্বর ৯/এ-তে অবস্থিত দি মিরাজ সিসাবারে অভিযান চালায় ভ্যাট গোয়েন্দার একটি দল। গোয়েন্দারা দেখতে পান, রেস্টুরেন্টের আড়ালে তারা সিসাবার চালাচ্ছেন। কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় সিসাবারের প্রাঙ্গণ থেকে ১৫ কেজি সিসা ও সিসা পরিবেশনের নানা সামগ্রী আটক করা হয়। এ ছাড়া গোয়েন্দারা প্রতিষ্ঠানের বাণিজ্যিক দলিলাদিও জব্দ করেন। প্রতিষ্ঠানটির মূসক নিবন্ধন অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠানটি নাম ‘দি ফ্রেন্ডস হাউস ?লি.’; ভ্যাট নিবন্ধন নম্বর ০০৩২৬৯০৪৭-০১০১। অভিযানে নেতৃত্ব দেন ভ্যাট গোয়েন্দার উপপরিচালক তানভীর আহমেদ ও সহকারী পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন।

সর্বশেষ খবর