বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

প্রকৌশলে গুচ্ছ পদ্ধতির ভর্তিতে আবেদন শুরু ২৪ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ২৪ এপ্রিল সকাল ৯টা থেকে। আবেদন করা যাবে ৮ মে বিকাল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা www.admissionckruet.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

তথ্যমতে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক ১ম বর্ষ (লেভেল-১) ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত বা গুচ্ছ ভর্তি পরীক্ষা একযোগে আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ২ জুন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও কেন্দ্রসহ তালিকা প্রকাশ করা হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য উল্লিখিত ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

সর্বশেষ খবর