লকডাউন শেষ হলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার বিষয়টি নিশ্চিত করতে সরকারকে উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। গতকাল স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব ও জনস্বাস্থ্যবিষয়ক কমিটির সভায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরামর্শ দেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মাস্ক পরার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। কমিটির একজন সদস্য বলেন, ‘আমরা সরকারকে বলেছি, মাস্ক পরার ব্যাপারে বাধ্যবাধকতা আরোপ করতে হবে। এমন কিছু সরকারকে করতে হবে যেন মাস্ক ছাড়া কেউ ঘরের বাইরে না আসে।’ এই সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা। স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ছাড়াও রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি), পাবলিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা এই কমিটির সদস্য। কমিটি সূত্র জানায়, সভায় লকডাউনের সময় বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। আলোচনা হয়েছে, লকডাউন-পরবর্তী সময়ে সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের করণীয় বিষয়ে। বিশেষজ্ঞরা গণপরিবহন বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন। তারা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখারও পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন, মহামারী নিয়ন্ত্রণে আসার আগে গণজমায়েতের অনুমতি দেওয়া ঠিক হবে না। এ ছাড়া রিসোর্ট বা সমুদ্রসৈকত বন্ধ রাখারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
শিরোনাম
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
লকডাউন শেষে করণীয় বিষয়ে পরামর্শ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর