সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

পূর্বাঞ্চল রেলওয়ে পোশাক সরবরাহ নিয়ে অনিয়মের অভিযোগ

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রামে রেলওয়ে মেডিকেলে সুইপারসহ (পরিচ্ছন্নতাকর্মী) চতুর্থ শ্রেণির কর্মচারীদের পোশাক সরবরাহ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। পোশাকের পরিবর্তে ঠিকাদারি প্রতিষ্ঠান নগদ অর্থ দিচ্ছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। তবে নিয়মের বাইরে কিছুই করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন। রেলওয়ে মেডিকেল ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী প্রতিবারের মতো এবারও রেলের চতুর্থ শ্রেণির কর্মচারীদের পোশাক সরবরাহের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়। এখন ঠিকাদারি প্রতিষ্ঠানটি পোশাকের পরিবর্তে কর্মচারীদের নগদ টাকা দিতে চাচ্ছে। এ নিয়ে আপত্তি নেই কর্মচারীদের। পোশাকের পরিবর্তে যত টাকা দেওয়ার কথা, তার চেয়েও কম দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন কর্মচারীরা।

এদিকে ওপরের নির্দেশে কয়েকজনকে পোশাকের পরিবর্তে নগদ টাকা দেওয়ার কথা গণমাধ্যমকর্মীদের কাছে স্বীকার করেছেন হাসপাতালের স্টেনোগ্রাফার মো. সোহেল। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় মেডিকেল অফিসার ডা. চিন্ময় বিশ্বাস বলেন, অনিয়মের প্রশ্নই ওঠে না। নিয়মের বাইরে কেউ কিছু করতে পারবেন না।

সর্বশেষ খবর