সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

দেশের স্বাস্থ্যব্যবস্থা আজ মুমূর্ষু

-------- জিয়াউদ্দিন বাবলু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশের স্বাস্থ্যব্যবস্থা আজ মুমূর্ষু। দেশের মানুষকে কী সেবা দেবে, তার নিজেরই তো সেবার প্রয়োজন। যদি হাসপাতালগুলোতে সরকার হাইফ্লো অক্সিজেন সরবরাহ করত তাহলে এভাবে অক্সিজেনের অভাবে মানুষ মারা যেত না। অবিলম্বে দেশের সব হাসপাতালে করোনাসহ সব রোগীর সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। গতকাল বিকালে কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় পক্ষকালব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে জাতীয় যুব সংহতি আয়োজিত পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের পূর্বে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। জিয়াউদ্দিন আহমেদ বাবলু স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য খাত পরিচালনায় চরম ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানান। যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান তারেক এ আদেল, যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম, যুব সংহতির যুগ্ম-আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, শেখ সারোয়ার হোসেন, যুবনেতা- সাইফুল ইসলাম বাঁধন, মো. আলী, মানিক, আসাদ আলী সুমন, জয়নাল, ইমতিয়াজ আহমেদ রসি, কারি মোস্তফা প্রমুখ।

সর্বশেষ খবর