সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণ করুন

-ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বলছে, বাজার নিয়ন্ত্রণে সরকারি ব্যবস্থা বলতে বাস্তবে কিছু নেই। দলটি  সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে। সংগঠনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গতকাল এক বিবৃতিতে বলেন, অসৎ ব্যবসায়ীরা চালসহ প্রায় প্রতিটি জিনিসের লাগামহীনভাবে মূল্যবৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে। একদিকে লকডাউন ও শাটডাউনে সাধারণ মানুষ দিশাহারা। এই অবস্থায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে সাধারণ ও খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়ছে।

সর্বশেষ খবর