সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

প্রকাশিত সংবাদে দারাজ-এর প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

‘ডেসটিনির মতো এমএলএম ব্যবসা করতে পারবে না ইভ্যালি দারাজ’ শিরোনামে গত ৩০ জুন বাংলাদেশ প্রতিদিন-এ প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ। প্রতিষ্ঠানটির হেড অব পাবলিক রিলেশনস, মিডিয়া ও কমিউনিকেশনস সায়ন্তনী ত্বিষা স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, উল্লিখিত সংবাদে পরিবেশিত তথ্য ভ্রান্তিকর। কারণ, দারাজ বাংলাদেশে স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে এবং এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট সব অংশীজনের আস্থা অর্জন করতে পেরেছে। প্রতিবেদনে উল্লিখিত এমএলএম ব্যবসা মডেলের সঙ্গে দারাজের কোনো সম্পৃক্ততা নেই এবং কখনো ছিল না বলেও প্রতিবাদপত্রে দাবি করা হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য : ই-কমার্স প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় যে নির্দেশিকার খসড়া চূড়ান্ত করেছে, প্রকাশিত প্রতিবেদনে শুধু তাই তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের কোথাও উল্লেখ করা হয়নি যে, দারাজ এমএলএম ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

সর্বশেষ খবর