সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

কারিগরি বোর্ডের কোর্স অনুমোদন না দেওয়ার দাবি

কারিগরি শিক্ষাবোর্ডের এক বছর মেয়াদি সার্টিফিকেট ইন হেলথ টেকনোলজি (শর্ট) কোর্সসমূহকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে অনুমোদন না দেওয়ার দাবি  জানিয়েছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল  টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিপিএসএমটিএ)।

সংগঠনটির সভাপতি মো. শফিকুল ইসলাম ও মহাসচিব  মো. সিরাজুল ইসলাম এক বিবৃতিতে জানান, দেশের সর্বোচ্চ আদালতের আদেশ এবং প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তমন্ত্রণালয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কারিগরি শিক্ষাবোর্ডের মেডিকেল টেকনোলজি কোর্স ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স সম্পন্নকারী প্রায় ২৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট  বেকার রয়েছেন। তাছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত শতাধিক আইএইচটিতে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে কয়েক হাজার ছাত্র/ছাত্রী অধ্যায়নরত আছেন। এ অবস্থায় কারিগরি  শিক্ষাবোর্ডের এক বছর মেয়াদি শর্ট  কোর্স অনুমোদন দেওয়ার উদ্যোগ সুচিকিৎসার অন্তরায় এবং বিদ্যমান চিকিৎসা শিক্ষাকে আরও নিম্নমুখী করবে। সংবাদ বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর