শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ চার ইউপিডিএফ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ চার ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফের (প্রসীত) চার সদস্যকে আটক করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর স্থানীয় সূত্র জানায়, গতকাল আনুমানিক ১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ছনখোলা পাড়া, সিন্দুকছড়ি এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (প্রসীত) দলের চার চাঁদা কালেক্টরকে অস্ত্রসহ আটক করে। আটক সন্ত্রাসীরা হলেন- দুর্জয় চাকমা (৩২), অংথই মারমা (২২), কংচাই মারমা (১৯) এবং চাইলা মারমা (১৯)।

ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীরা অস্ত্র প্রদর্শনপূর্বক স্থানীয়দের কাছ থেকে চাঁদা উত্তোলন করছে- এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। প্রত্যুত্তরে সেনাবাহিনীর টহল দল সন্ত্রাসীদের গুলির পাল্টা জবাব দেয় এবং কৌশলে বর্ণিত চার ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীকে দুইটি আগ্নেয়াস্ত্র, ছয়টি মোবাইল ফোন, নগদ টাকা এবং চাঁদা আদায়ের রসিদসহ হাতেনাতে আটক করে। আটকদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের     প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর