শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মোস্তাফা আর নেই

সাংস্কৃতিক প্রতিবেদক

একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মোস্তাফা আর নেই

মারা গেলেন  একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মোস্তাফা (৮০)। বার্ধক্য জনিত কারণে গতকাল সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ? গতকাল বাদআসর ইস্কাটন স্টাফ কোয়ার্টার জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

১৯৪১ সালের ৩০ নভেম্বর কলকাতার খিদিরপুরে জন্ম আলোকচিত্রী গোলাম মোস্তাফার। ১৯৪৭ সালে দেশ ভাগের পর দাদার বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে চলে আসেন তিনি। কর্মজীবনে তিনি আমেরিকান দূতাবাস ছাড়াও নানা প্রতিষ্ঠানে কাজ করেছেন। ১৯৬৪ সালে পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্রে যোগ দেন এবং ১৯৯৮ সালে বিটিভির পরিচালক পদ থেকে অবসর নেন। তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেন। আলোকচিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে তিনি শিল্পকলা একাডেমি পদক ও ২০১৮ সালে একুশে পদক অর্জন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর