শিরোনাম
মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

গোল্ড মনিরের অস্ত্র মামলার বিচার শুরু

আদালত প্রতিবেদক

রাজধানীর ভাটারা থানার অস্ত্র আইনের মামলায় মনির হোসেন ওরফে গোল্ড মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেছে আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। এ বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের জনান, আগামী ৮ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। ফলে এ মামলাটির অনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হলো। অভিযোগ গঠনের আগে গোল্ড মনিরের পক্ষে তার আইনজীবী মো. সাফায়েত আলী জামিন আবেদন শুনানি করেন। বিচারক সেটি নাকচ করে দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক আবদুল মালেক গত ২০ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২০ নভেম্বর গভীর রাতে রাজধানীর বাড্ডায় মনিরের বাড়ি ঘিরে রাখে র‌্যাব। পরদিন দুপুর পর্যন্ত টানা ৮ ঘণ্টা অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৬০০ ভরি সোনার গয়না, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০টি দেশের  মুদ্রা ও নগদ ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়। এরপর অস্ত্র, বিশেষ ক্ষমতা এবং মাদক আইনের পৃথক তিন মামলায় ২৭ দিনের রিমান্ড শেষে গোল্ডেন মনিরকে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ খবর