মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আইপি টিভি নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ

বাংলাদেশ প্রতিদিনে গত ১৪ আগস্ট ‘আইপি টিভি নিয়ে তৎপর স্বাধীনতাবিরোধীরা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান, সি ভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার আরিয়ান লেনিন, চট্টলা ২৪ এর ওয়াহীদ জামান ও এম হাসান বিল্ডার্স-এর আলহাজ মোহাম্মদ হাসান।

মুহাম্মদ আতা উল্লাহ খান প্রতিবাদে বলেন, ফ্রীডম পার্টির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি ১৯৯৬ সালে ফ্রীডম পার্টির কুড়াল প্রতীকে নির্বাচন করেননি এবং তার পরিবারের কেউ ফ্রীডম পার্টি করেননি। আরিয়ান লেনিন তার প্রতিবাদে বলেন, তিনি সি ভিশনের মালিক নন। তার বিরুদ্ধে চকবাজার থানায় চাঁদাবাজির অভিযোগে জিডির অস্তিত্ব নেই। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সুনির্দিষ্ট নয়। 

ওয়াহীদ জামান তার প্রতিবাদে বলেন, চট্টলা ২৪ আইপি টিভি নয়, এটি মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল। এর মালিকানার সঙ্গে মোহাম্মদ হাসানের কোনো সম্পর্ক নেই। 

আলহাজ মোহাম্মদ হাসান প্রতিবাদে বলেন, আমাকে শিবির ক্যাডার ট্যাগ লাগিয়ে যে সংবাদ হয়েছে সে সংবাদের কোনো ভিত্তি নেই। আমি ও আমার পরিবার স্বাধীনতার সপক্ষের ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর