মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সেলফ সেন্সরশিপ অনুশীলনে সংবাদপত্র বাধ্য হচ্ছে

---- আ স ম রব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের খবর প্রকাশ করার কারণে সাংবাদিক, ফটোগ্রাফার, কার্টুনিস্ট এবং সমালোচকদের গ্রেফতার করা হচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতা হরণ করে উদ্বেগজনক অবস্থার সৃষ্টি করা হয়েছে। এসব কারণে সংবাদপত্র সেলফ সেন্সরশিপ অনুশীলন করতে বাধ্য হচ্ছে। 

গতকাল দলের খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জেএসডির সহ-সভাপতি বেগম তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সম্পাদক লোকমান হাকিম, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর