বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নারায়ণগঞ্জ সিটিসহ অন্যান্য নির্বাচন ডিসেম্বরে মধ্যে

নিজস্ব প্রতিবেদক

আগামী ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ সব নির্বাচন শেষ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে দেশব্যাপী চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী রয়েছে। জেলা পরিষদ, নারায়ণগঞ্জ সিটিতে বিদায়ের আগে ভোট করতে হবে বর্তমান কমিশনকে।  ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটের বিষয়ে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার গতকাল বলেন, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় চার হাজার ইউপিতে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে এই বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন। এই মাসের শেষে কমিশন সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে কয় ধাপে ইউপি ভোট হবে বা কখন হবে এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

নায়ায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই নির্বাচনের জন্য সময় আছে। ডিসেম্বরের মধ্যে হয়তো নির্বাচন আয়োজন করা হতে পারে। তবে ডিসেম্বরের কোনো সময়ে নির্বাচনটি আয়োজন করা হবে তা কমিশনই সিদ্ধান্ত দেবেন। জেলা পরিষদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তালিকা দেওয়ার পর এই বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। ইসির কর্মকর্তারা বলছেন, আগামী ডিসেম্বরের মধ্যে চার ধাপে সারা দেশের ইউপি ভোট শেষ করা হবে। দ্বিতীয় ধাপের ইউপি ভোট ইউপি ভোট হবে নভেম্বরের শুরুতে। তৃতীয় ধাপের ভোট নভেম্বরের মাঝামাঝিতে এবং পর্যায়ক্রমে নভেম্বর বা ডিসেম্বরে চতুর্থ ধাপের ইউপি ভোট হবে। তবে নভেম্বরের মাঝামাঝিতে তফসিল দিয়ে ডিসেম্বরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বর্তমান নির্বাচন কমিশনের।

সর্বশেষ খবর