সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের ২৬টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল।

সারা দেশে ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে চূড়ান্ত আবেদন করেছিল। ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, প্রায় ৯৫ শতাংশ ভর্তিচ্ছু পরীক্ষায় উপস্থিত ছিল। ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্‌বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুনাজ আহমেদ নূর জানান, অধিকাংশ কেন্দ্রে ৯০ শতাংশের বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। কোনো কোনো কেন্দ্রে ৯৫ শতাংশ ছাড়িয়ে গেছে। তিনি বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত ভর্তি পরীক্ষার ফল প্রকাশের জন্য। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, এই কেন্দ্রে ৯৩ শতাংশ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। স্বতঃস্ফ‚র্তভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি। তথ্যমতে, আগামী ২৪ অক্টোবর মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ও ১ নভেম্বর বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর