শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

সাম্প্রদায়িকতা সন্ত্রাস রুখে দাঁড়ানোর এখনই সময়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে বর্তমানে প্রয়োজন উন্নয়নের ধারা অব্যাহত রাখা। সাম্প্রদায়িকতা, দুর্নীতি, দলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়। জাসদ মুক্তিযুদ্ধের চেতনায় শানিত একটি দল। জাতির প্রয়োজনে এ দলটি জাতীয় ঐক্য গড়ে তোলে, আবার ন্যায্য দাবিতে বিরোধিতাও করে। সমাজতন্ত্রের ঝান্ডা হাতে এ দল পুঁজিবাদী শোষণ নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আবার বৈষম্যের বিরুদ্ধে সমতার লড়াই এগিয়ে নিয়ে যায়।  গতকাল বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর জাসদের ভারপ্রাপ্ত সভাপতি অভিক ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, বরিশাল জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আবদুল হাই মাহবুব, উত্তর জেলা জাসদের সভাপতি বেলায়েত হোসেন, দক্ষিণ জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. হোসেন প্রমুখ।

সভার আগে শিরীন আখতার এমপির নেতৃত্বে একটি র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ খবর