বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মীর মশাররফ হোসেনের স্মৃতিকেন্দ্রে তার ১৭৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
গতকাল স্মৃতিকেন্দ্রে বাংলা একাডেমির আয়োজনে কবির সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে বাংলা একাডেমি। আলোচনা সভায় লেখক ও গবেষক অধ্যাপক সামসুজ্জামান, অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুর রহমান, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান প্রমুখ বক্তব্য রাখেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।