বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মাইকিং করে বিড়াল ফিরে ফেলেন জার্মান নারী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মাইকিং করে বিড়াল ফিরে ফেলেন জার্মান নারী

প্রায় দেড় মাস আগে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে নিজের পোষা বিড়ালটি হারিয়ে ফেলেছিলেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। এরপর অনেক খুঁজেও সন্ধান পাননি বিড়ালটির। প্রিয় পোষা বিড়ালটি না পেয়ে দেড় মাস ধরেই তিনি সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থান করছিলেন। প্রতিদিনই তিনি বিড়ালটির খোঁজ করছিলেন। সোমবার বিড়ালটির খোঁজে জুলিয়া এলাকায় মাইকিং করেন। শেষ পর্যন্ত সোমবার রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের রায়পাড়া গ্রাম থেকে জুলিয়ার পোষা বিড়াল ‘লিও’কে উদ্ধার করেন স্থানীয় কয়েকজন যুবক।

জানা গেছে, প্রায় দেড় মাস আগে দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া হাওরে ঘুরতে আসেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। সঙ্গে নিয়ে আসেন তার প্রিয় পোষা বিড়াল ‘লিও’কে। সারাদিন আনন্দ ভ্রমণ শেষে হাওর ঘুরে তাহিরপুর উপজেলা সদরে ফেরার সময় মেশিনবাড়ী নামক ট্রলার ঘাট থেকে প্রিয় বিড়ালটি হারিয়ে যায়। সেই থেকে তিনি ‘লিও’কে ফিরে পাওয়ার আশায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওরপাড়ে অবস্থান করছিলেন। টাঙ্গুয়া হাওরে পর্যটকবাহী নৌকার মাঝি শিবলী জানান, জুলিয়া ওয়াসিমান বাংলায় কথা বলতে পারেন। পোষা বিড়ালের সন্ধান চেয়ে তিনি অটোরিকশায় করে তাহিরপুর বাজারসহ টাঙ্গুয়া হাওর পাড়ে মাইকিং করেছেন। এ সময় পোষা বিড়াল ‘লিও’ ও জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের কথোপকথনের রেকর্ড প্রচার করা হয়, যেন তা শুনে ‘লিও’ মাইকের কাছে চলে আসতে পারে। রবিবার জুলিয়া তাহিরপুর ছেড়ে ঢাকায় চলে যান। এর পরদিন তার বিড়ালটি পাওয়া যায়।

সর্বশেষ খবর