বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল আরও এক যুবকের

♦ এক বছরে ময়লার গাড়িতে নয়জনের মৃত্যু ♦ পৃথক স্থানে দুজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার বেপরোয়া গাড়ির ধাক্কায় সাব্বির আহমেদ রকি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। গতকাল বিকাল ৫টায় কাফরুলে পুলিশ স্টাফ কলেজের সামনে ময়লার গাড়িটি মোটরসাইকেলে থাকা রকিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এর আগে দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকজন নিহত হন। গত এক বছরে বেপরোয়া ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীতে প্রাণ হারিয়েছেন নয়জন। আহত হয়েছেন দুজন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘যুবক রকির লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। যতটুকু জানতে পেরেছি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনায় রকি মারা যান। ময়লার গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।’

জানা গেছে, ২৩ জানুয়ারি মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় শিখা রানী ঘরামী (৫৫) নামে উত্তর সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়। ১ এপ্রিল রাত ১১টায় খিলগাঁও তিলপাপাড়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন খানম (১৯) নামে মোটরসাইকেল আরোহী এক গৃহবধূর মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন তার স্বামী মোটরসাইকেলের চালক শিপন (২৩)।

১ জুন মুগদার টিটিপাড়ায় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় নাজমা বেগম (৪৫) নামে এক পথচারী নিহত হন। গত বছর ২৩ ডিসেম্বর রাজধানী সুপার মার্কেটের সামনে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামে একজনের মৃত্যু হয়। ২ ডিসেম্বর মোহাম্মদপুর আল্লাহ করিম মার্কেটের সামনে উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় আরজু বেগম (৬৫) নামে এক নারী আহত হন।

২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আরেকটি ময়লার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ যায় নাঈম হাসান নামে নটর ডেম কলেজের এক ছাত্রের। এ ঘটনার প্রতিবাদে রাজধানীজুড়ে আন্দোলনের মধ্যে পান্থপথে ২৫ নভেম্বর ঢাকা উত্তরের এক ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন আহসান কবির খান নামে এক গণমাধ্যমকর্মী। এরও আগে গত বছর ৪ মে টিটিপাড়ায় ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন স্বপন আহমেদ দিপু (৩৩) নামে এক ব্যাংক কর্মচারী। ১৬ এপ্রিল যাত্রাবাড়ীতে ময়লাবাহী গাড়ির ধাক্কায় নিহত হন মোস্তফা (৪০) নামে এক রিকশাচালক। এ ঘটনায় আহত হন রিকশা আরোহী হরেন্দ্র দাস (৭০)।

এদিকে মঙ্গলবার রাতে সবুজবাগ মানিকদিয়া এলাকায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম ইরফান মোল্লা (২৫)। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। ইরফান শরীয়তপুরের নড়িয়া উপজেলার মাদবরেরকান্দি গ্রামের মৃত আবদুর রাজ্জাক মোল্লার ছেলে। উত্তর যাত্রাবাড়ীর ধলপুর বেড়িবাঁধ এলাকায় থাকতেন তিনি। মুগদার আহমদবাগ এলাকায় ফাঁস লাগানো অবস্থায় অভিষেক ভদ্র শুভ (২৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কবি নজরুল কলেজের মাস্টার্সের ছাত্র ছিলেন। স্বজনরা জানিয়েছেন, অভিষেক অভিমান করে আত্মহত্যা করেছেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, কুমিল্লার দাউদকান্দি উপজেলার দানুয়াখোলা গ্রামের বুলু চন্দ্র ভদ্রের ছেলে অভিষেক।

সর্বশেষ খবর