রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চাকরি রক্ষায় ১০০ দিন ধরে প্রেস ক্লাবের সামনে মৎস্যের ৫১২ কর্মচারী

নিজস্ব প্রতিবেদক

চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা ১০০ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মৎস্য অধিদফতরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের ৫১২ কর্মচারী। চাকরি স্থায়ী করে ৫১২ জন কর্মচারীর জীবন বাঁচাতে প্রধানমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এসব কর্মচারী। গতকাল সমাবেশে সাইদুর রহমান জসিম উদ্দিন,  সুমন হোসেন, রকিবুজ্জামান, সুমন সরকার, দেবরাজ, মনোয়ারা, রিমা বক্তৃতা করেন। বক্তারা বলেন, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির মধ্যে যেখানে চাকরিজীবীরাই জীবন চালাতে হিমশিম খাচ্ছেন, সেখানে ৫১২ জন কর্মচারী গত ৩০ জুন চাকরি হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাওয়ায় অনেকে অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালাতে পারছে না। কর্মসূচির একশততম দিনে কর্মচারীদের দ্রুত দফতরে যুক্ত করে দফতরের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের তারা জোর দাবি জানান।

সর্বশেষ খবর