রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির ঘটনায় ঢাকা দক্ষিণ সিটির ৩৪ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি নিয়াজ মোর্শেদ জুম্মনের বিরুদ্ধে অভিযোগ করেছেন গুলিস্তানে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের পক্ষে ২৫ আগস্ট ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই মার্কেটের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

অভিযোগে বলা হয়েছে- জুম্মন তাদের সমিতির নাম ব্যবহার করে মার্কেটে বিভিন্ন ব্যানার টানিয়ে চাঁদাবাজি করে আসছেন। ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি সাহাবুদ্দিন, ফিরোজ আলম, তারেক হাসান, বিএনপির পল্টন থানার নেতা শাহ আলম চৌধুরী, শাহজাহান সাজু ও আবদুর রহিমের যোগসাজশে জুম্মন মার্কেটের অভ্যন্তরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

তারা মার্কেটের জেনারেটর ও ১২টি চলন্ত সিঁড়ি খুলে বিক্রি করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়। যা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) তদন্তাধীন। সম্প্রতি জুম্মন তাদের প্রকাশ্যে পিস্তলের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেছেন।

 

সর্বশেষ খবর