শিরোনাম
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সংসদ সদস্য নদভীকে কটূক্তির অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তার স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করার অভিযোগে নয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে মিজানুর রহমান নামে এক যুবক সংসদ সদস্যের পক্ষে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন, মুহাম্মদ শুয়াইব বিন হাবিব, শরীফ মাহমুদ, ইউসুফ বিন হোসাইন খান, এ এস এম এহসানুল হক, ইউসুফ আহমেদ, কবির আহম্মেদ, ইকবাল হাফিজ, সাইফুল ইসলাম ও মাহমুদ মিনহাজ। মামলার আর্জিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) পঞ্চম সমাবর্তন ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সমাবর্তনের সমালোচনা করতে গিয়ে সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং তার স্ত্রী মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও আইআইইউসি বোর্ড অব ট্রাস্টির সদস্য রিজিয়া রেজা চৌধুরীকে নিয়ে মামলার ৯ আসামি কুরুচিপূর্ণ ও বিদ্রƒপাত্মকভাবে বিরক্ত, অপমান, অপদস্থ ও হেয় পতিপন্ন করে নানা ধরনের কটূক্তি করেন। আইআইইউসি পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভানেত্রীসহ রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত অনেকেই উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের বিভিন্ন ছবি ফেসবুকের বিভিন্ন পেজে শেয়ার হয়। এসব পেজে আইআইইউসির সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন বহিরাগতরাই সংসদ সদস্য, তাঁর স্ত্রী ও আইআইইউসি নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট ও কমেন্ট করেন।

মামলার বাদীর আইনজীবী আসাদুজ্জামান খান বলেন, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর পক্ষে সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়। মামলায় ডিজিটাল সিকিউরিটি আইন ২০১৮ এর ২৪, ২৫ ও ২৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ খবর